লক্ষ্মীপুরে মাদক মামলায় দুইজনের ১২ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ২৯ নভেম্বর ২০২২

লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক কারবারি ইসমাইল হোসেনকে সাত বছর ও দুলাল হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর ১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকার কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত দুইজনই মাদক কারবারি। আদালত তাদের দুইজনকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে। রায়ের সময় তারা আদালতে উপস্থিত ছিলেন। গ্রেফতারের পর থেকেই তারা কারাবন্দি ছিলেন।

দণ্ডপ্রাপ্ত ইসমাইল সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পূর্ব মহাদেবপুর গ্রামের মৃত রাহাত উল্যা মিয়ার ছেলে এবং দুলাল হোসেন একই এলাকার তাজুল ইসলামের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ সেপ্টেম্বর রাতে সদর উপজেলার দক্ষিণ হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রাম থেকে ইসমাইল ও দুলালকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় তাদের কাছে তিন হাজার ইয়াবা পাওয়া যায়। এরমধ্যে ইসমাইলের কাছে দুই হাজার ও দুলালের কাছে এক হাজার পিস ইয়াবা ছিল। পরদিন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. এহতেশামুল হক সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুজনের নামে মামলা করেন।

একই বছর ১৬ অক্টোবর ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ও তদন্তকারী কর্মকর্তা মকবুল হোসেন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

কাজল কায়েস/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।