শ্রীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৫ ইটভাটা, জরিমানা ২০ লাখ

অবৈধভাবে পরিচালনার দায়ে গুঁড়িয়ে হয় ইটভাটা
গাজীপুরের শ্রীপুর উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় ভাটাগুলোকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (২৯ নভেম্বর) দিনভর এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহমেদ।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক নয়ন মিয়া জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অবৈধভাবে পরিচালনার দায়ে পাঁচ ইটভাটা গুঁড়িয়ে হয়েছে। এদের মধ্যে মেসার্স কেবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, ১-এলবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, ২-এলবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, এবিএম ব্রিকসকে ৪ লাখ টাকা, মদিনা ব্রিকসকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
মো. আমিনুল ইসলাম/এসজে/এমএস