বিএসএফের হাতে নিহত কৃষক মেজবাহারের দাফন সম্পন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ৩০ নভেম্বর ২০২২

অডিও শুনুন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে নিহত ফেনীর পরশুরাম পৌরসভার কৃষক মোহাম্মদ মেজবাহারের (৪৭) দাফন সম্পন্ন হয়েছে।

বুধবার (৩০ নভেম্বর) বিকেলে জানাজা শেষে পৌর শহরের উত্তর গুথুমা গ্রামে তাকে দাফন করা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে মরদেহ অ্যাম্বুলেন্স যোগে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এসময় তার স্ত্রী ও চার কন্যা সন্তানের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন বলেন, মরদেহ অনেকটা পচে গলে গেছে। মুখ থেঁতলে গেছে, দেখার মতো কোনো পরিস্থিতি নেই। তাছাড়া ময়নাতদন্ত শেষে মাথায় হাড়গোড় দেখা যাচ্ছে। এমতাবস্থায় মরদেহ দেখানোর মতো কোনো পরিস্থিতি নেই।

jagonews24

ফেনীর পরশুরামে বিএসএফের হাতে নিহত মেজবাহারের মরদেহ মঙ্গলবার দুপুরে ১৭ দিন পর বাংলাদেশি পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। পুলিশ মরদেহ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এর আগে ১৩ নভেম্বর উপজেলার বাঁশপদুয়া গ্রামে সীমান্তবর্তী এলাকায় ধান কাটতে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। তিনদিন পর স্থানীয়রা মেজবাহারের মরদেহ ভারতীয় সীমান্তে কাঁটাতারের ১০০ গজ ভেতরে পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেয়। এরপর ১৬ নভেম্বর মেজবাহারের মরদেহ বিজিবির কাছ থেকে নিয়ে যায় বিএসএফ।

এর আগে স্থানীয় কাউন্সিলর নিজাম উদ্দিন সুমন জানিয়েছিলেন, গত ১৩ নভেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদ মেজবাহার বাঁশপদুয়া গ্রামের ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় ধান কাটতে যান। এসময় বিএসএফ সদস্যরা তাকে জোর করে ধরে নিয়ে যান।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশি কৃষক মেজবাহারের ময়নাতদন্ত শেষে আজ (বুধবার) বিকেলে গ্রামের কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।