কাতার বিশ্বকাপ
পটুয়াখালীতে হাই-ভোল্টেজ ম্যাচে জমে ওঠে ঝাউতলা
বিশ্বকাপ ফুটবলের হাই-ভোল্টেজ ম্যাচগুলোতে পাল্টে যায় পটুয়াখালী শহরের ঝাউতলার চিত্র। বড় পর্দায় প্রিয় দলের খেলা দেখতে সেখানে ভিড় করছেন হাজারও মানুষ।
ফুটবল বিশ্বকাপ এলেই উন্মাদনায় মেতে ওঠেন সমর্থকরা। পছন্দের দলের জার্সি পরা, পতাকা টানানোসহ সড়কে সড়কে বের করা হয় শোভাযাত্রা। তবে এবার বড় পর্দায় খেলা দেখার সুযোগ থাকায় উন্মাদনা আরও বেড়েছে।
আর্জেন্টিনা-ব্রাজিলের মতো জনপ্রিয় দলগুলোর খেলার সময় উৎসবের আবহ তৈরি হচ্ছে ঝাউতলা এলাকায়। নিজেদের দলের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকরাও আসছেন খেলা দেখতে। বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ এক কাতারে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন।
পটুয়াখালী শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা জুয়েল ইসলাম মিঠুন বলেন, ‘বড় দলের খেলা হলেই বন্ধু-বান্ধব মিলে দেখতে আসি। এখানে খেলা দেখার মধ্যে ভিন্নতা আছে। নিজেদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে।’
এদিকে খেলা দেখার স্থানের পাশেই বিভিন্ন খাবারের পসরা বসছে। এখান থেকে পছন্দের খাবার খাওয়ার পাশাপাশি বাড়তি আয়ের সুযোগও হয়েছে অনেকের।
পটুয়াখালী শহরের এসএসসি ১৯৯৭ ব্যাচ ‘দুর্বার ৯৭’ নামের একটি সংগঠনের আয়োজনে এই খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে।
খেলা দেখতে আসা আর্জেন্টিনার সমর্থক শাহাদাত খান বলেন, ‘এমন আয়োজন শহরে এই প্রথম। বাসায় বসে একা একা খেলা দেখে এখন আর ভালো লাগে না। তাইতো বড় দলের খেলা দেখতে নিয়মিত এখানে চলে আসি।’
আয়োজক সংগঠনের সদস্য খালিদ হোসেন বলেন, সবার বিনোদনের খোরাক জোগাতেই এমন উদ্যোগ নিয়েছি। বিশ্বকাপ ফুটবলের প্রথম দিন থেকেই এখানে শত শত মানুষ খেলা দেখতে আসছেন। আশা করছি শেষদিন পর্যন্ত আমরা একসঙ্গে খেলা দেখবো।
আব্দুস সালাম আরিফ/এসআর/জিকেএস