নড়াইলে ৩ শতাধিক শিক্ষার্থী পেলো জাপানি উপহার

জাপানি উপহার পায় শিক্ষার্থীরা
নড়াইলের লোহাগড়ায় জাপানি উপহার সামগ্রী পেয়েছে চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইটকুমড়া-মিতালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ।
সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান টেককেন করপোরেশনের কর্মকর্তারা তিন শতাধিক শিশুকে টি-শার্ট, ক্যাপ ও মগ দেন।
এ সময় উপস্থিত ছিলেন- টেককেন করপোরেশনের প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি, উপপ্রকল্প ব্যবস্থাপক তেছুয়া মাতুয়ামা, উপমহাব্যবস্থাপক হিরোকাজু ইপ্পনছুগ, ব্যবস্থাপক নাওমি ওয়াতানাবে, ব্যবস্থাপক (প্রশাসন) মো. আল আমিন সরকার ও জ্যেষ্ঠ নির্বাহী (প্রশাসন) ফখরুল আলম।
প্রকল্প ব্যবস্থাপক কাজুও তাকেউছি বলেন, টেককেন করপোরেশন কালনায় মধুমতী সেতু নির্মাণ করেছে। তাই কালনা এলাকার শিশুদের উপহারগুলো দেওয়া হলো। শিশুদের হাতে এগুলো দিতে পেরে আমরা খুশি।
হাফিজুল নিলু/এসজে/এমএস