ভৈরবে যুবদল আহ্বায়ক সুজন গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) ভৈরব থানার এসআই সাকিব হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে দুপুর ১২টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকচ্ছুদুল আলম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই মাস আগে ভৈরবপুর উত্তরপাড়া এলাকায় দুই গোষ্ঠীর সংঘর্ষে পুলিশ আহত হওয়ার ঘটনায় করা মামলায় অজ্ঞাত আসামি হিসেবে উপজেলা যুবদল আহ্বায়ক দেলোয়ার হোসেন সুজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হবে।
রাজীবুল হাসান/জেএস/এএসএম