রাস্তায় ধানের আঁটি, মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে নিহত যুবক
নড়াইলে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মেহেদী হাসান রনি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। রাস্তার ওপর পাকা ধানের আঁটি রাখায় এ দুর্ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে নড়াইল-নোয়াপাড়া সড়কের সদর উপজেলার নলদীরচর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত রনি যশোর জেলার অভয়নগর উপজেলার নোয়াপাড়া পৌরসভা এলাকার আসলাম ফকিরের ছেলে।
স্থানীয়রা জানান, মেহেদী হাসান রনি মোটরসাইকেলযোগে লোহাগড়া থেকে নড়াইল হয়ে নোয়াপাড়া যাচ্ছিলেন। এসময় নলদীরচর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কয়লা বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
স্থানীয়দের অভিযোগ, এ সড়কের ওপর কয়েকদিন ধরে ধানের আঁটি রাখা হচ্ছে। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। ধানের আঁটির কারণে রাস্তা ছোট হওয়ায় দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী মিরাজ হোসেন বলেন, ধানের মৌসুমে অনেকেই রাস্তার ওপর ধানের আঁটি রাখেন। ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার রাস্তার ওপর থাকা ধানের আঁটির পাশ দিয়ে যাওয়ার সময় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এতে এক যুবক নিহত হয়েছেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জাগো নিউজকে বলেন, পুলিশ ট্রাকটি জব্দ করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সিংহাশৈলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সাইফুর রহমান হিটু জাগো নিউজকে বলেন, সড়কে ধানের আঁটি রাখা বেআইনি। দুর্ঘটনা এড়াতে আমরা ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে জনসচেতনতা বাড়াবো।
হাফিজুল নিলু/জেএস/জেআইএম