সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে এসআইয়ের মৃত্যু

সিরাজগঞ্জে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হুজ্জাতুল ইসলাম (৫০) নামের পুলিশের একজন উপ-পরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় দায়িত্বরত ছিলেন এসআই হুজ্জাতুল ইসলাম।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল এক শোকবার্তাতে এতথ্য নিশ্চিত করেন। পাশাপাশি তিনি মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
হুজ্জাতুল ইসলাম সলঙ্গা থানায় কর্মরত ছিলেন। তিনি পাবনার সাঁথিয়া উপজেলার তেথুলিয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এসআর/এএসএম