জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, কিশোর নিহত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ওমর আলী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত আটজন।
শুক্রবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়নের নোহালি গ্ৰামে এ সংঘর্ষ ঘটে। নিহত ওমর ওই গ্রামের আবু বক্করের ছেলে। সে কালীগঞ্জ পাবলিক করিমুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসিতে উত্তীর্ণ হন।
খোঁজ নিয়ে জানা যায়, তিস্তা চর এলাকার জমি নিয়ে দীর্ঘদিন থেকে আবু সাঈদ ও আব্দুল বারির মধ্যে বিরোধ চলে আসছিল। এর জেরে শুক্রবার দুপুরে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আবু বক্করের ছেলে ওমর ফারুক এগিয়ে গেলে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। ঘটনাস্থলেই ওমর ফারুক মারা যান।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরাদ হোসেন জাগো নিউজকে বলেন, দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছে। দুই পক্ষের লোকজন জমিতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে একজন নিহত হয়েছে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল জাগো নিউজকে বলেন, মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন আটক হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
রবিউল হাসান/এসজে/এএসএম