কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ১০ ডিসেম্বর ২০২২

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় সেচ পাম্পের তারে বিদ্যুতায়িত হয়ে মো. শামীম হোসেন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাঘডাঙা পীরবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম নাগেশ্বরী পৌর শহরের বাঘডাঙা পীরবাড়ি গ্রামের মো. আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি দাখিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বোরো মৌসুমের জন্য আগাম বীজতলা তৈরি করতে বাড়ির পাশে পুকুর থেকে পানি তোলার জন্য একটি বৈদ্যুতিক মোটরচালিত পাম্প স্থাপন করেন শামীমের বাবা। পানি সেচের একপর্যায়ে বিদ্যুতের তার মাটিতে পড়ে থাকা দেখে তুলতে গিয়ে স্পৃষ্ট হয় শামীম। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নাগেশ্বরী থানার পরিদর্শক (তদন্ত) মো. তামবিরুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ফজলুল করিম ফারাজী/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।