কৃষককে কুপিয়ে জখমের অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ১২ ডিসেম্বর ২০২২

মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে।

রোববার (১১ ডিসেম্বর) মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের জয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় কৃষক আক্কাস হাওলাদারকে (৪২) উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আক্কাস হাওলাদার মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন বড় খালপাড় এলাকার লতিফ হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মাদারীপুর শহর থেকে স্ত্রী ময়না বেগম (২৯) ও তিন বছরের ছেলে রোমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন কৃষক আক্কাস হাওলাদার। এসময় পূর্ব শত্রুতার জেরে মস্তফাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জিয়া হাওলাদার তার সহযোগীদের নিয়ে আক্কাস ও তার পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। তখন ওই কৃষককে কুপিয়ে আহত করা হয়। মারধর করা হয় তার স্ত্রী ও সন্তানকে। আক্কাস ও তার স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আক্কাস হাওলাদার বলেন, কিছু দিন আগে আমার তিনটি গুরু চুরি হয়। এ বিষয় নিয়ে ইউপি সদস্য জিয়ার সঙ্গে আমার বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার পরিবারের উপর হামলা চালায়। আমাকে কুপিয়ে জখম করেছে। একই সঙ্গে আমার স্ত্রী ও সন্তানকে মারধর করেছে। প্রশাসনের কাছে এর বিচার চাই।

আহতের স্ত্রী ময়না বেগম বলেন, আমাকে আর আমার ছেলেকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে। পরে আমার স্বামীকে কোপানো শুরু করে ওরা। একপর্যায়ে পাশের লোকজন আসলে জিয়া ও তার লোকজন চলে যায়। আমি এর বিচার চাই।

হামলার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য জিয়া হাওলাদার। তিনি বলেন, আমি ঘটনার সময় ঘটনাস্থলে ছিলাম না। কারা হামলা করেছে এ বিষয়ে আমি জানি না।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।