জ্বালানিতে কাঠ ব্যবহার, পাবনায় ৪ ইটভাটার জরিমানা
পাবনার সাঁথিয়ায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করার অপরাধে চার ইটভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধুলাউড়ি ইউনিয়নে তিনটি ও নাগডেমরা ইউনিয়নে একটি ইটভাটার মালিককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এম এন ডি ব্রিকসের মালিক নজরুল ইসলাম, এম এস বি ব্রিকসের মালিক মো. বাকিবিল্লাহ, বি এস বি ব্রিকসের মালিক জহুরুল ইসলাম এবং এ বি এস ব্রিকসের মালিক বাবুল হোসেন তাদের ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করে আসছিলেন। এ বিষয়ে উপজেলা প্রশাসন গোপন সূত্রে খবর পায়। পরে ভাটাগুলোতে সরেজমিন গিয়ে সত্যতা পাওয়া যায়। এরপর ভ্রাম্যমাণ আদালত গঠন করা হয়। আদালতের মাধ্যমে প্রত্যেক ইটভাটা মালিককে ১৭ হাজার ৫০০ টাকা করে মোট ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মনিরুজ্জামান।
আমিন ইসলাম জুয়েল/এমআরআর/এমএস