পাটুরিয়া-দৌলতদিয়া

৬ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ১১:২৮ এএম, ১৪ ডিসেম্বর ২০২২

কুয়াশা কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। টানা ৬ ঘণ্টা পর বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ভোর ৪টা থেকে ওই নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকে। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে পাঁচটি ফেরি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের সহকারী ব্যবস্থাপক আব্দুস সালাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মধ্যরাত থেকেই পদ্মা নদীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। এক পর্যায়ে কুয়াশার তীব্রতা বাড়লে নৌযান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। এ কারণে ভোর ৪টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। একই কারণে বন্ধ থাকে লঞ্চ চলাচলও।

আব্দুস সালাম আরও বলেন, কুয়াশায় তীরে ভিড়তে না পেরে মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে ছোটবড় পাঁচটি ফেরি। বাকিগুলো দুই ঘাটে নোঙর করে থাকে। কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।

বি.এম খোরশেদ/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।