নেত্রকোনা আওয়ামী লীগের সদস্য হলেন সাজ্জাদুল হাসান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২২

নেত্রকোনায় আওয়ামী লীগের প্রাথমিক সদস্য হলেন বাংলাদেশ বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে দলীয় কার্যালয় থেকে ফরম সংগ্রহ করেন তিনি।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমানের (ভিপি লিটন) সঞ্চালনায় বিশেষ সভায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম খান, নূর খান মিঠু, প্রশান্ত কুমার রায়, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল ইসলাম, প্রমুখ।

এসময় সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান বলেন, নেত্রকোনায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা মেডিকেল কলেজ, ৩২০ কোটি টাকা ব্যয়ে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়ক, ৩০৫ কোটি টাকা ব্যয়ে মদন-খালিয়াজুরী সাবমার্জিবল সড়ক, ৩১০ কোটি টাকা ব্যয়ে ঠাকুরাকোণা-কলমাকান্দা সড়কসহ জেলায় উন্নয়ন করেছেন। এ জন্য আবারও নেত্রকোনার পাঁচ আসনে আওয়ামী লীগকে বিজয়ী করে সরকারের উন্নয়নে সবাইকে শরীক হতে আহ্বান জানান তিনি।

জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ প্রদান করায় সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এইচ এম কামাল/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।