নারায়ণগঞ্জে অর্ধকোটি টাকার কারেন্ট জাল জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৫:১৬ এএম, ১৭ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকসহ অর্ধকোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জালের সঙ্গে থাকা লোকজন পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, দক্ষিণ সস্তাপুর এলাকায় জয় মিয়ার বাড়িতে শুক্রবার ভোরে দুটি ট্রাক ভর্তি অবৈধ কারেন্ট জাল এনে নামানোর সময় পুলিশ চলে আসে। এসময় কারেন্ট জালের সাথে থাকা ব্যক্তিরা দৌড়ে পালিয়ে যান। তখন ট্রাকে থাকা বস্তা খুলে কারেন্ট জাল পাওয়া যায়। পরে পুলিশ এগুলো জব্দ করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রাক ভর্তি কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ কারেন্ট জালের আনুমানিক দাম প্রায় ৫০ লাখ টাকা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এমকেআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।