বাসের সিটের পেছনে লুকিয়ে রাখা হয়েছিল ৩৬ হাজার ইয়াবা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৮ ডিসেম্বর ২০২২
জব্দ ইয়াবাসহ আটক তিনজন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বাস থেকে ৩৬ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

বিষয়টি রোববার (১৮ ডিসেম্বর) দুপুরে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন।

এর আগে আজ দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আসাঢ়িয়ার চর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জুবাইদ ভূইয়া ওরফে বিদ্যুৎ (৩০), মামুন (৫২) ও আব্দুল আউয়াল সিদ্দিক(৩০)।

jagonews24

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর থেকে আসাঢ়িয়ার চর নামক এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় রিলাক্স কিং পরিবহনের একটি বাস থামানো হয়। জিজ্ঞাসাবাদে গাড়ির সুপারভাইজার, চালক ও সহকারী জিজ্ঞাসাবাদ জানান, গাড়ির শেষ প্রান্তের সিটের পেছনে ফিটিং করা অবস্থায় ইয়াবা আছে। পুলিশ তল্লাশি চালিয়ে দুটি প্যাকেটে ৩৬ হাজার পিস ইয়াবা পায়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) শেখ বিল্লাল হোসেন জাগো নিউজকে বলেন, তিনজনকে আটক করা হয়েছে। তারা একটি বড় মাদক সিন্ডিকেটের সদস্য এবং দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ঢাকায় মাদক পাচার করে আসছিল। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।