আর্জেন্টিনার জয়ে ড্রাম বাজিয়ে নাচলেন মাশরাফি
দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার পর মেসি-ডি মারিয়া-মার্টিনেজ যাদুতে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টিনা। এ জয়ে মেতেছেন বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকরা।
নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাও বাসায় থাকতে পারেন নি। প্রিয় দলের জয়ে রাস্তায় নেমে আসেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এ অধিনায়ক। ড্রাম বাজিয়ে বিজয়োল্লাসে করেন তিনি। মেয়ে হুমায়রা ও ছেলে সাহেলকেও সঙ্গে রাখেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মাশরাফি তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এমন উৎসবের একটি ভিডিও পোস্ট করেন।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাল্লাহ কোন একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই।
ভিডিওতে দেখা যায়, মাথায় রুমাল বেঁধে রাস্তার ওপর ড্রাম বাজাচ্ছেন মাশরাফি। পাশে তার মেয়ে হুমায়রা ও ছেলে সাহেল আর্জেন্টিনার জার্সি পরে তালে তালে মেসি মেসি বলে চিৎকার করছে। চারদিক ঘিরে রেখেছিলেন তার পরিচিতজনরা। দূরে শোনা যাচ্ছিল আতশবাজির শব্দও।
মাশরাফির বিজয়োল্লাস নিয়ে তার পিএস জামিল আহমেদ জাগো নিউজকে বলেন, ‘সংসদ সদস্য ম্যারাডোনার ভক্ত। সেই হিসেবে আর্জেন্টিনার সমর্থক তিনি। ফ্রান্সের বিপক্ষে তার প্রিয় দলের ফাইনাল খেলা সন্তানদের নিয়ে দেখেছেন। খেলায় জয় পাওয়ায় রাস্তায় নেমে ড্রাম বাজিয়ে নেচে-গেয়ে আনন্দ করেছেনে।’
হাফিজুল নিলু/এসজে/এএসএম