নারায়ণগঞ্জে দুই সিএনজির প্রতিযোগিতায় প্রাণ গেলো আইনজীবীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২০ ডিসেম্বর ২০২২

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে দুই সিএনজির প্রতিযোগিতায় ধাক্কা খেয়ে বজলুর রহমান নামে এক আইনজীবী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে ফতুল্লার সস্তাপুর এলাকায় মাস সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মো. বজলুর রহমান (৭০) নারায়ণগঞ্জ শহরের উত্তর চাষাঢ়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নারায়ণগঞ্জ জজ কোর্টের সিনিয়র আইনজীবী এবং নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের সাবেক সভাপতি।

নারায়ণগঞ্জ ট্যাক্সেস বারের বর্তমান সভাপতি অ্যাডভোকেট রতন কান্তি ধর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জাগো নিউজকে বলেন, ফতুল্লার সস্তাপুর এলাকায় রাস্তা পারাপারের সময় প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে আসা দুই সিএনজির মধ্যে একটি অ্যাডভোকেট বজলুর রহমানকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাডভোকেট রতন কান্তি ধর আরও বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে কী না তা পরে জানাতে পারবো।

মোবাশ্বির শ্রাবণ/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।