নরসিংদীতে দুই যুবককে কুপিয়ে হত্যা
নরসিংদীতে জায়েদুল ইসলাম (২৫) ও জয় (১৮) নামে দুই যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছে মিতু বেগম নামে এক কিশোরী। শনিবার বিকেলে শহরতলির গাবতলী মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
জায়েদুল শিবপুর উপজেলার আইয়ুবপুর গ্রামের জালাল খানের ছেলে ও জয় সদর উপজেলার ঘোড়াদিয়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। আহত কিশোরী মিতু রায়পুরা উপজেলার বীরগাঁও গ্রামের জজ মিয়ার মেয়ে।
আহত কিশোরী মিতু জানান, নিহত জায়েদুল ইসলামের সঙ্গে আজ তার যোগাযোগ হয়। চাকরি প্রদানের আশ্বাসে জায়েদুলের চাচির বাড়িতে রাত্রিযাপনও করে মিতু। দুপুরে গাবতলী এলাকার কাঠ বাগানে কথোপোকথনের সময় ১০/১২ দুর্বৃত্ত এসে তাদের উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই জায়েদুল নিহত হন।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় কিশোরী মিতুকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতাল ও অপর যুবককে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেয়ার পথে মারা যায় জয়।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) খালেদ ইবনে মালেক জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেছে। কি কারণে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।
সঞ্জিত সাহা/এআরএ/আরআইপি