ফরিদপুরে দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারামারি

আগামী ২৯ ডিসেম্বর ফরিদপুরের আলফাডাঙ্গায় একটি পৌরসভা ও ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচনকে সামনে রেখে ওই উপজেলার বুড়াইচ ইউনিয়নের দুই ইউপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে মারামারির ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২ জন আহত হন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকেরপাড়া গ্রাম এলাকায় এ মারামারির ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে বুড়াইচ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহসান উদ্দৌলার (রানা) সমর্থক ও মো. আলহাজ্ব আব্দুল ওহাব মিয়ার (পান্নু) সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে।
এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আহসান উদ্দৌলা রানা বলেন, টিকের পাড়া গ্রামে আমার চশমা মার্কার কর্মীরা ভোট চাইতে গেলে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব পান্নুর লোকজন বাধা প্রদান অতঃপর পিটিয়ে যখম করে। আমার আহত কর্মী রকির অবস্থা সংকটাপন্ন। তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওহাব পান্নুর মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের জাগো নিউজকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে ওই রাতেই একজনকে গ্রেফতার করে বুধবার (২১ ডিসেম্বর) সকালে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।
এন কে বি নয়ন/এফএ/এএসএম