নওগাঁয় ৩৫ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের উদ্বোধন
নওগাঁ শহর থেকে নওহাটার চৌমাসিয়া হয়ে রাজশাহী অংশের ৩৫ কিলোমিটার উন্নীতকরণ আঞ্চলিক মহাসড়কের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে নওগাঁসহ দেশের ৫১টি জেলার দুই হাজার কিলোমিটার মহাসড়কের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে নওগাঁ জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগ আয়োজিত সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।
জেলার ১১টি উপজেলার মধ্যে নওগাঁ শহর থেকে নওহাটার চৌমাসিয়া মোড় পর্যন্ত ১৩ কিলোমিটার আঞ্চলিক মহাসড়কের ওপর দিয়ে সাতটি উপজেলাসহ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় যাওয়া যায়। এক সময় রাস্তাটি সরু থাকায় যানজটের কবলে পড়তে হতো এবং বেপরোয়া গতিতে যানবাবাহন চলাচলে প্রায় দুর্ঘটনা ঘটতো।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্রে জানা যায়, ২০১৮ সালের মার্চ মাসে আঞ্চলিক মহাসড়কের প্রশস্তকরণে প্রকল্প গ্রহণ করা হয়। সড়ক জোন রাজশাহীর আওতায় রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া (আর-৬৮৫) সড়কের দৈর্ঘ্য ৫৮ কিলোমিটার। এই সড়কের আগের প্রশস্ততা ১৮ ফুট থেকে বাড়িয়ে ৩৪ ফুটে উন্নীতকরণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে নওগাঁ সড়ক বিভাগের অধীনে ৩৫ কিলোমিটার পড়েছে। আর বাকি ২৩ কিলোমিটার রাজশাহী সড়ক বিভাগের অধীনে। নওগাঁর অংশের ব্যয় ১৮৬ কোটি টাকা। এই সড়কটি উন্নয়নের আগে নওগাঁ থেকে রাজশাহী যেতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘণ্টা সময় লাগতো। সড়কটি উন্নয়নের ফলে এখন প্রায় দুই ঘণ্টায় যাওয়া যায়। যার ফলে যানচলাচল নিরাপদ ও নিরবচ্ছিন্ন হয়েছে। সড়ক জুড়ে মানসম্মত বড় বড় সর্তকতামূলক সাইনবোর্ডও নির্মাণ করা হয়েছে।
নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বক্তব্য দেন। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মির্জা ইমাম উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নওগাঁ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, রাজশাহী-চৌমাশিয়া-নওগাঁ (আর-৬৮৫) মোট ৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়েছে। এতে মোট ব্যয় হয়েছে ৩০৭ কোটি ৮৬ লক্ষ টাকা। এর মধ্যে নওগাঁ অংশে ৩৫ কিলোমিটার সড়কে ব্যয় হয়েছে ১৮৬ কোটি টাকা। সড়কটি উন্নয়নের আগে জরাজীর্ণ ছিল। সড়কটি উন্নয়নের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে।
আব্বাস আলী/এমআরআর/এএসএম