চলন্ত বাসের চাকা ফেটে গাছে ধাক্কা, নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২২ ডিসেম্বর ২০২২

চলন্ত বাসের সামনের চাকা ফেটে ফরিদপুর-ঢাকা মহাসড়কের ধুলদিতে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার(২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গাছে ধাক্কা লেগে বাসটির বামদিকের অর্ধেক অংশ পুরো নিশ্চিহ্ন হয়ে যায়।

খবর পেয়ে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে পাঠানোর পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।

নিহত দুই ব্যক্তির মধ্যে একজনের নাম মো. শাহীনুর (৩০) ও অপরজনের বয়স ৬০ বছর; তবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জাগো নিউজকে জানান, ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের বাসটি ফরিদপুরের ধুলদি রেলগেটের অদূরে এসে পৌঁছালে সামনের চাকা ফেটে পাশের একটি গাছে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

চলন্ত বাসের চাকা ফেটে গাছে ধাক্কা, নিহত ২

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের (বিএসএমএমসি) আরএমও ডা. আসাদুজ্জামান দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ দুর্ঘটনায় আহত আরো দুজনের অবস্থা আশংকাজনক।

তিনি জানান, হাসপাতালে আনার সময় একজনের এবং পরে চিকিৎসাধীন অবস্থায় অপরজনের মৃত্যু হয়।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।