নওগাঁয় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

নওগাঁয় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় তাদের দুই সন্তান আহত হয়েছে।

নিহতরা হলেন- নওগাঁ সদর উপজেলার উল্লাসপুর গ্রামের মিলন (৩৫) ও তার স্ত্রী লিপি (৩২)।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, দুপুরে মিলন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে শ্বশুরবাড়ি মান্দা উপজেলার মৈনম এলাকা থেকে মোটরসাইকেলে নিজগ্রাম উল্লাসপুরের দিকে যাচ্ছিলেন। পথে হাঁপানিয়া এলাকায় একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা তাদের দুই সন্তান আহত হয়। তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরও জানান, পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আব্বাস আলী/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।