আখাউড়া বন্দর দিয়ে ভারত ভ্রমণের হিড়িক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০২২

টানা তিনদিনের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রীদের ভিড় বেড়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর ২টা পর্যন্ত এপার-ওপারের প্রায় সাত শতাধিক পাসপোর্টধারী পারাপার হয়েছেন। এরমধ্যে বাংলাদেশ থেকে ভারতের আগরতলা গেছেন ৩৮৬ জন।

ইমিগ্রেশন কর্মকর্তারা বলছেন, তিনদিনের টানা ছুটির কারণে পারাপার অনেক বেড়ে গেছে। দিন শেষে এ সংখ্যা দ্বিগুণ হবে।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, অধিকাংশ যাত্রী চিকিৎসার পাশাপাশি ভ্রমণ করতে ভারতে গমন করছেন। তবে অনেকে ব্যবসাসহ জরুরি কাজের কথাও বলেছেন।

আখাউড়া সড়ক বাজারের ব্যবসায়ী অশিষ বিশ্বাস জানান, চিকিৎসার জন্য ছোট বোন জামাইকে সঙ্গে নিয়ে আগরতলায় যাচ্ছেন। সকালে ইমিগ্রেশন ভবনে এসে দেখেন যাত্রীদের দীর্ঘ লাইন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার পর সুযোগ আসে।

মৌলভীবাজারের আজমল হোসেন নামের আরেক যাত্রী জানান, বড় ভাইয়ের চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছি। সকালে শতাধিক যাত্রীর সঙ্গে লাইনে দাঁড়াই। তবে ইমিগ্রেশন কর্মকর্তাদের আন্তরিকতায় সহজে কাজ সম্পন্ন করতে পেরেছি।

বন্দরের আমদানি-রপ্তানিকারক কাউসার ভূঁইয়া বলেন, শুক্র-শনিবার সাপ্তাহিক বন্ধ, রোববার বড়দিনের ছুটি। টানা তিনদিন ছুটি পাওয়ায় পর্যটকরা ভারতে ছুটছেন। সূর্য উঠার আগেই লাইনে দাঁড়িয়ে পড়েন শতাধিক যাত্রী। দুপুরের পর সেই লাইন আরও দীর্ঘ হয়।

আখাউড়া ইমিগ্রেশনের সহকারী ইনচার্জ দেওয়ান মুরশেদুল হক বলেন, অন্য যে কোনো দিনের তুলনায় ছুটিতে ভিড় একটু বেশি থাকে। তবে খুব কম সময়ে যাত্রীদের সেবা দেওয়া হচ্ছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।