ফরিদপুরে গ্রাম-বাংলার ঐতিহ্য খিচুড়ি উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:১৭ এএম, ২৪ ডিসেম্বর ২০২২

ফরিদপুরে দিনব্যাপী আয়োজন করা হয়েছে গ্রাম-বাংলার ঐতিহ্য খিচুড়ি উৎসব। এ বছর দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকালে জেলা শহরের অম্বিকা ময়দানে এ উৎসবের আয়োজন করে ফরিদপুরের খিচুড়ি উৎসব উদযাপন কমিটি।

jagonews24

এসময় উপস্থিত ছিলেন ফরিদপুরের ডায়াবেটিক হাসপাতালের সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো, বীর মুক্তিযোদ্ধা ইমারত হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুর পৌরসভার ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান শামীম।

jagonews24

আয়োজকরা জানান, এখানে একটা নির্ধারিত কুপনের মাধ্যমে যে টাকা সংগ্রহ হবে সেই টাকা হতদরিদ্র তিনজন রোগীর মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। এছাড়া এ উৎসবটি সবার জন্য উন্মুক্ত।

এন কে বি নয়ন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।