পাহাড়ের পাদদেশে সহস্রাধিক বাইকারের মিলনমেলা
কুমিল্লার লালমাই পাহাড়ের পাদদেশে স্কাউট গ্রাউন্ডে শুরু হয়েছে বাইকার্স মেগা ক্যাম্পিং ফেস্ট সিজন সেভেন।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। ‘হেলমেট ব্যবহার করুন, নিরাপদ ভ্রমণ করুন’ এই শ্লোগানকে সামনে রেখে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুরে কুমিল্লার লালমাই পাহাড়ের গিয়ে দেখা যায় শত শত তাবু বসানো আছে পাহাড়ের বুকে।

এ ক্যাম্পেইনে দেশ-বিদেশে মোটরবাইক ভ্রমণের অভিজ্ঞতা সম্পন্ন বাইকাররা তাদের অভিজ্ঞতা ছড়িয়ে দিবেন। এছাড়া পেশাদার বাইকাররা নিরাপদে মোটরসাইকেল ভ্রমণ সম্পর্কে নানান পরামর্শ দিচ্ছেন।
আয়োজক কমিটির সদস্য মোস্তফা কামাল জাগো নিউজকে বলেন, কুমিল্লার এই উৎসবে সারা বাংলাদেশের সুপরিচিত বাইকাররা প্রতিবছর একসঙ্গে মিলিত হয়ে তাদের অভিজ্ঞতা আদান প্রদান করেন। এখানে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও রংপুরসহ বিভিন্ন অঞ্চলের এক হাজার বাইকার এসেছেন। তারা দুইরাত তিনদিন অবস্থান করবেন এবং নিরাপদে বাইক ভ্রমণ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন।

ঢাকা থেকে আসা হুমায়ুন নামে এক বাইকার বলেন, আমরা নিরাপদ সড়ক, নিরাপদ ভ্রমণসহ বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করতে এ ক্যাম্পেইনে অংশ নিয়েছি। নিয়ম মেনে মোটরসাইকেল চালালে সড়কে দুর্ঘটনা অনেক কমে যাবে।
জাহিদ পাটোয়ারী/জেএস/এমএস