সিলেটে ভাষা সংগ্রামীদের হাতে শিশুদের হাতেখড়ি


প্রকাশিত: ০৮:১৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহর থেকে সকাল পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে নেমেছিল মানুষের ঢল। সেই সঙ্গে সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজন করা হয় শিশুদের হাতেখড়ি অনুষ্ঠান। ভাষা সৈনিক প্রফেসর ড. আব্দুল আজিজ ও শাবিপ্রবির সাবেক ভিসি সদর উদ্দিনের হাত দিয়ে শিশুদের হাতেখড়ি দেয়া হয়।
 
এ সময় ভাষা সৈনিক প্রফেসর ড. আব্দুল আজিজ ও সদর উদ্দিন শহীদ মিনারে উপস্থিত ২ থেকে ৫ বছরের শিশুদের বাংলা বর্ণ লেখা শেখান। বাংলা বর্ণ লেখা শিখিয়ে শিশুদের হাতে একখানা স্লেট, চক তুলে দেন ভাষা সংগ্রামীরা।

মায়ের ভাষা রক্ষা করতে যারা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছিলেন সেই সব সাহসী সন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম না জানা শহীদদের শ্রদ্ধা জানাতে ফুল হাতে এসেছিলেন সকল বয়েসী মানুষ। সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারের বেদি ঢেকে যায় ফুলে ফুলে।

ছামির মাহমুদ/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।