ওবায়দুল কাদেরের হ্যাটট্রিকে নোয়াখালীতে মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২
সবাইকে মিষ্টি মুখ করানো হয়

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় নোয়াখালীতে আনন্দ মিছিল হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে জেলা শহর, কোম্পানীগঞ্জ ও কবিরহাটসহ নোয়াখালীর বিভিন্ন উপজেলায় এ মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।

এর আগে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে ওবায়দুল কাদের আবারো সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

বঙ্গবন্ধুর মৃত্যুর পর নোয়াখালী থেকে আওয়ামী লীগের একমাত্র সভাপতি নির্বাচিত হন আব্দুল মালেক উকিল। এরপর থেকে এ জেলার আর কেউ দীর্ঘ মেয়াদে এত বড় পদ পাননি। এ কারণে ওবায়দুল কাদেরের পদপ্রাপ্তিতে দলমত নির্বিশেষে জেলার সাধারণ মানুষও বেশ উচ্ছ্বসিত।

ওবায়দুল কাদেরের হ্যাটট্রিকে নোয়াখালীতে মিষ্টি বিতরণ

ওবায়দুল কাদেরকে সাধারণ সম্পাদক ঘোষণা করার সঙ্গে সঙ্গে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।

অপরদিকে ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জ-কবিরহাটেও আনন্দ মিছিলসহ মিষ্টি বিতরণ করা হয়েছে।

একই সময় জেলা শহর মাইজদীসহ জেলার বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা। এছাড়া নোয়াখালীর এই কৃতী সন্তান তিনবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও শুভেচ্ছা-অভিনন্দনের পোস্ট ভাইরাল হয়েছে।

জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম বলেন, আমাদের নেতা ওবায়দুল কাদেরকে তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় জেলাবাসীর পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকে জানাই অভিনন্দন।

ওবায়দুল কাদেরের হ্যাটট্রিকে নোয়াখালীতে মিষ্টি বিতরণ

কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল বলেন, স্বাধীনতার পর নোয়াখালীবাসী আর কখনো এমন সম্মানিত হয়নি। এজন্য সভানেত্রী শেখ হাসিনার কাছে জেলাবাসী কৃতজ্ঞ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বড় রাজাপুর গ্রামে ১৯৫২ সালের ১ জানুয়ারি ওবায়দুল কাদের জন্মগ্রহণ করেন। নোয়াখালী-৫ আসন থেকে (কোম্পানীগঞ্জ-কবিরহাট) তিনি চারবার সংসদ সদস্য নির্বাচিত হন।

ইকবাল হোসেন মজনু/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।