গরু আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৪ ডিসেম্বর ২০২২

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার গচ্ছাবিল এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- কুলসুম বেগম (৩৫) ও তার মেয়ে ইশরাত জাহান কলি (৮)। কুলসুম ওই এলাকার সৈয়দ মো. ওমর ফারুক‍ের স্ত্রী ও কলি তার মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যায় মেয়েকে নিয়ে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান কুলসুম। এসময় তার বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলানো টানা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীরা তাদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহানূর আলম জানান, খুঁটি থেকে নরমাল তার দিয়ে টানা সাইড লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।