টানা ছুটিতে সুন্দরবনে পর্যটকের ঢল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

সাপ্তাহিক ও বড়দিন মিলিয়ে টানা ছুটিতে সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে। তিনদিনের ছুটিতে দেশের বিভিন্নস্থান থেকে সুন্দরবন ভ্রমণে ছুটে আসছেন দর্শনার্থীরা।

সুন্দরবন পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজাদ কবির বলেন, একসঙ্গে তিনদিনের ছুটি হওয়াতে সুন্দরবনে পর্যটকদের আগমন বেড়েছে। এর আগে প্রতিদিন কয়েকশ করে পর্যটক আসলেও এই ছুটিতে তা অনেক বেড়েছে। ছুটির প্রথম দিন শুক্রবার দেড় হাজার, শনিবার দুই হাজার ও রোববারও দুই হাজারের বেশি পর্যটক করমজলে এসেছেন।

তিনি বলেন, টানা তিনদিনের ছুটি উপভোগে অনেকেই আবার লঞ্চে করে বনের হাড়বাড়ীয়া, নীলকমল, কটকা, কচিখালী, দুবলার চর, আন্ধারমানিক ও আলীবান্ধা পর্যটন স্পটে প্যাকেজ ভ্রমণ করছেন।

এই বন কর্মকর্তা আরও বলেন, একদিকে বড়দিনের ছুটি, অন্যদিকে পর্যটনের ভরা মৌসুম চলছে এখন। আর এখন শিক্ষাপ্রতিষ্ঠানও বন্ধ তাই এই সময়ে পর্যটকের ভিড়ও হয়ে থাকে তুলনামূলক বেশি। শীত মৌসুমে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত পর্যটকদের আগমনে উৎসবমুখর থাকবে পুরো সুন্দরবন।

আবু হোসাইন সুমন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।