নেত্রকোনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৪০ এএম, ২৬ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

নেত্রকোনার মদনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবুল চন্দ্র দাস (৪০) নামের এক মুদি দোকানদার নিহত হয়েছেন।

রোববার ( ২৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাড়ি ফেরার পথে মদন বাজারের হরি মন্দিরের পাশে এ ঘটনা ঘটে। এসময় তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবুল দাস উপজেলার পৌর সদরের মদন গ্রামের মৃত হেমচন্দ্র দাসের ছেলে।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বাবুল দাস প্রতিদিনের মতো রোববার রাত ১০টায় দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে বাড়ি যাচ্ছিলেন। বাড়ির পাশে মদন হরি মন্দিরের কাছাকাছি পৌঁছালে পেছন থেকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় বাবুল দাস হরি মন্দিরের কাছে গিয়ে লুটিয়ে পড়ে। মন্দিরে থাকা লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জাগো নিউজকে বলেন, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাবুল দাস নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মরদেহের সুরতহালের রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনা কাউকে শনাক্ত করা যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এইচ এম কামাল/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।