উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২
রোহিঙ্গা ক্যাম্প/ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বালুখালী ক্যাম্প-১৮ ইস্টে এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ হোসেন (৪০) ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে তার ভাই ঘরের পাশে বসেছিলেন। হঠাৎ মুখোশধারী দুর্বৃত্তরা ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যান। এতে মোহাম্মদ হোসেন গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান এপিবিএন সদস্যরা। জড়িতদের ধরতে ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।