ব্রাহ্মণবাড়িয়ায় তিন ট্রাকের সংঘর্ষ, চালক নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১২:২২ পিএম, ২৭ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তিন ট্রাকের সংঘর্ষে সাইদুল ইসলাম (৪৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইদুল বগুড়ার শিবগঞ্জ থানার কামতারা গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এ ঘটনায় অপর এক ট্রাকচালকও আহত হয়েছেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকামুখী পাথরবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটমুখী আলুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অপর একটি ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে আলুবাহী ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পাথরবাহী ট্রাকের চালক সাইদুলের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় আহত অপর এক চালককে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার পরিচয় জানা যায়নি। নিহতের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাকগুলো উদ্ধার করে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।