জামালপুরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুর শহরে মাসুদ রানা (৫৫) নামে এক ওয়েল্ডিং ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের বগাবাইদে বাড়ির উঠোনের লিচুগাছ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ কাচারিপাড়া ফকিরবাড়ি এলাকার কমর উদ্দিনের ছেলে। তিনি তিন ছেলে ও এক মেয়ের জনক। মাসুদ ওয়েল্ডিং ওয়ার্কশপ নামে তার একটি দোকান রয়েছে।
নিহতের ছেলে রবিউল ইসলাম রবিন বলেন, আমার বোনের ডিভোর্স হওয়ার পর বাবা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তার চিকিৎসা চলছিল। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে তিনি তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ঘরের দরজা বন্ধ করে দেন। ভোরে রুমে গিয়ে তাকে না পেয়ে উঠানে গিয়ে দেখা যায় তিনি চারা লিচুগাছে ফাঁসিতে ঝুলে আছেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনেওয়াজ জাগো নিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। এখনও মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।
মো. নাসিম উদ্দিন/জেএস/এমএস