৪৪ হাজারে বিক্রি করতে চান ২২ কেজির দুটি লাক্ষা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ৩০ ডিসেম্বর ২০২২

বরগুনায় জেলেদের জালে ধরা পড়া দুটি লাক্ষা মাছের দাম ৪৪ হাজার টাকা হাঁকা হচ্ছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ১২টা পর্যন্ত বরগুনা বাজারে মাছ দুটি বিক্রি হয়নি।

এর মধ্যে একটি মাছের ওজন ১২ কেজি ও অপরটির ওজন ১২ কেজি৷

এ বিষয়ে খুচরা মৎস্য ব্যবসায়ী নান্টু মোল্লা জানান, জেলেরা বিক্রির জন্য মাছ দুটি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে নিলামে মাছ দুটি কিনে বিক্রির জন্য বরগুনা মাছ বাজারে নিয়ে আসি। মাছগুলো পেটিসহ কেজি দুই হাজার টাকা ও পেটি ছাড়া ১১০০ টাকায় বিক্রি হবে।

তিনি জানান, বেশিরভাগ সময়ে আমি পাথরঘাটা বিএফডিসি থেকে বড় বড় মাছ কিনে বাজারে বিক্রি করি। মাছ দুটি কেনার জন্য আমার আগ্রহ ছিল। আড়ৎ থেকে কিনে বাজারে বিক্রির চেষ্টা করছি।

মো. আব্দুল আলীম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।