তান্ত্রিক সেজে চিকিৎসার নামে প্রতারণা, কবিরাজ আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:১৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

জয়পুরহাটে তান্ত্রিক সেজে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে ফিরোজ মন্ডল (৫৫) নামের এক কবিরাজকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার দূর্গাদহ বাজার থেকে তাকে আটক করা হয়। আটক ফিরোজ সদর উপজেলার ঘাসুরিয়া গ্রামের মৃত মফিজ মন্ডলের ছেলে।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প কমান্ডার মেজর মোস্তফা জামান জাগো নিউজকে বলেন, ফিরোজ দীর্ঘ দিন ধরে বিভিন্ন অঞ্চলের সহজ সরল মানুষদের ঝাড়ফুঁকের মাধ্যমে কবিরাজি চিকিৎসা দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নিতেন। এরই ধারাবাহিকতায় মধ্যপালি গ্রামের মতিউর রহমানের স্ত্রী রাবেয়া বেগমকে ঝাড়ফুঁক দিতে তার বাসায় আসেন অভিযুক্ত ফিরোজ মন্ডল ও তার দুইজন সহযোগী। এরপর চিকিৎসা দেওয়ার নামে রাবেয়া বেগমকে ঝাড়ফুঁক দিয়ে বেহুশ করে তার কাছ থেকে সোনার আংটি ও সোনার কান পাশা নিয়ে চম্পট দেন অভিযুক্তরা। পরবর্তীতে জ্ঞান ফিরে রাবেয়া প্রতারণার বিষয়টি বুঝতে পারলে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ দেন।

একই ক্যাম্পের উপ-অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা ফিরোজ মন্ডলকে দূর্গাদহ বাজার এলাকা থেকে আটক করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পালিয়ে যান। পরে ফিরোজের বাড়ি থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়।

রাশেদুজ্জামান রাশেদ/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।