চুরি করতে গিয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৮:৪৪ এএম, ৩১ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

বগুড়ায় চুরি করতে গিয়ে নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে রাশেদুল ইসলাম রয়েল (৪৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের শিকারপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাশেদুল ইসলাম ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে। এ ঘটনায় রাশেদুলের আরেক সহযোগী লাল মিয়া (৩৮) আহত হয়েছেন। তিনি বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী গ্রামের মকবুল মিয়ার ছেলে। লাল মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে পুলিশ হেফাজতে নিয়েছে।

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে
তিনি বলেন, শিকারপুর উত্তরপাড়া গ্রামের হামিদ আলীর পাঁচতলা নির্মাণাধীন বাড়িতে থাকা লোহার রড চুরি করতে যান রাশেদুল ইসলাম ও লাল মিয়া। এ সময় স্থানীয়রা টের পেয়ে তাদের ধাওয়া করলে রাশেদুল ভয়ে চতুর্থ তলায় উঠেন। সেখানে গিয়ে পা ফসকে তিনি নিচে পড়ে যান। মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসআই আরও বলেন, রাশেদুলের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। পরিবারের অভিযোগের সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।