রামগড়ে কম্বল নিয়ে শীতার্তদের পাশে বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

নতুন বছরকে বরণ করে নিতে সারাদেশের মতো উৎসবে মুখরিত ছিল খাগড়াছড়ির বিভিন্ন জনপদ। কেউ ফানুস উড়িয়ে আবার কেউ বাজি ফুটিয়ে করছেন আনন্দ। নতুন বছরের আগমনের আয়োজনে বাদ পড়েনি বারবিকিউ পার্টি।

সবাই যখন ব্যস্ত নিজেদের নিয়ে তখনি ব্যতিক্রমী আয়োজন করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। তারা গভীর রাতে শীতকে উপেক্ষা করে কম্বল বিতরণ করেছেন দুস্থদের মাঝে।

Khagrachari3.jpg

শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রামগড়ের পাহাড়ি পল্লীর দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেন ৪৩ রামগড় ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

কম্বল পেয়ে মনোয়ারা বিবি বলেন, বয়স হয়েছে, ছেলেপুলে নেই। শীতকালে কষ্টের শেষ থাকে না। এসময় কেউ আমাদের খবর রাখে না। বিজিবির এ উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের কষ্টের লাঘব হবে। এসময় তিনি বিজিবিকে ধন্যবাদ জানান।

Khagrachari3.jpg

লেফট্যানেন্ট কর্নেল মো. হাফিজুর রহমান থার্টি ফাস্ট নাইটের নামের অর্থ নষ্ট না করে সমাজের দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, সমাজের বিত্তবানরা শীতার্ত মানুষের পাশে দাঁড়ালে তাদের ভোগান্তি কমতো। মানুষের মুখে হাসি ফুটতো।

এসময় তার সঙ্গে ছিলেন বিজিবির ৪৩ রামগড় ব্যাটালিয়নের সহকারী পরিচালক রাজু আহমেদ ও ইন্ট অফিসার মো. জাহানুর ইসলামসহ বিজিবির উচ্চ পদস্থ কর্মকর্তারা।

মুজিবুর রহমান ভুঁইয়া/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।