কুয়াশায় আটকে ফেরিঘাটে প্রাণ গেলো রোগীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ০১ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘন কুয়াশায় আটকা পড়ে প্রাণ গেলো নজরুল ইসলাম (৬৫) নামের এক রোগীর। হাসপাতালফেরত ওই রোগী অ্যাম্বুলেন্সে করে ফেরি পারের অপেক্ষায় ছিলেন।

শনিবার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে ৩ নম্বর ঘাটে এ ঘটনা ঘটে। নজরুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার মৃত নবী মণ্ডলের ছেলে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

খালেদ নেওয়াজ জানান, ঘনকুয়াশার কারণে দিবাগত রাত আড়াইটা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়। রাত সাড়ে ৩টার দিকে নজরুল ইসলামকে বহনকারী অ্যাম্বুলেন্সটি পাটুরিয়া ঘাটে পৌছায়। নজরুল ইসলাম ঢাকার বক্ষব্যাধি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গ্রামের বাড়ি মেহেরপুরে নিয়ে যাচ্ছিলেন।

তিনি জানান, ঢাকায় পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা দেখে চিকিৎসকরা গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়। কিন্তু বাড়িতে পৌঁছানোর আগে পাটুরিয়া ঘাটে অ্যাম্বুলেন্সের ভিতরে তার মৃত্যু হয়। তার মৃত্যু নিয়ে পরিবারের সদস্যরা কোনো অভিযোগও করেনি। তাছাড়া কুয়াশা প্রাকৃতি দুর্যোগ এ বিষয়ে কারো হত নেই বলে জানান।

বি.এম খোরশেদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।