জামালপুরে অস্ত্র-মাদকসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

জামালপুরের সরিষাবাড়ীতে দুটি শুটারগান ও হেরোইনসহ সাব্বির হোসেন শান্ত (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (১ জানুয়ারি) রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। সাব্বির হোসেন শান্ত উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নলদাইর গ্রামে সাব্বির হোসেন শান্তর বাড়িতে অভিযান চালায় র্যাব। এসময় রান্না ঘর থেকে একটি দেশিয় ওয়ান শুটারগান, একটি কিলিং চেইন, দুইটি ১২ বোর শিসা কার্তুজ, একটি মোবাইল এবং ১৫ গ্রাম হেরোইনসহ শান্তকে আটক করা হয়। এরপর তার তথ্যের ভিত্তিতে সহযোগী আহসান হাবিব রনির বাড়িতেও অভিযান চালায় র্যাব। এসময় সেখান থেকে একটি বিদেশি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। আহসান হাবিব রনি পলাতক রয়েছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জাগো নিউজকে বলেন, গ্রেফতার শান্ত ও পলাতক রনির বিরুদ্ধে একটি মামলা করেছে র্যাব। শান্তকে থানায় হস্তান্তরের পর সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মো. নাসিম উদ্দিন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।