নড়াইলে সেনাবাহিনী প্রধানের শীতবস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টার দিকে লোহাগড়ায় মধুমতি আর্মি ক্যাম্পে শীতার্ত দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

Narail-3.jpg

সেনাবাহিনীর পক্ষ থেকে লোহাগড়ার দুস্থ ও অসহায় তিন হাজার পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ ছাড়াও ক্যাম্পের পাশে একটি মাদরাসা মাঠে দিনব্যাপী ৫৫ পদাতিক ডিভিশনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে সেনাবাহিনীর ১১ জন অভিজ্ঞ ডাক্তার রোগীদের সেবা দেন। এছাড়া বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান বলেন, সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করতে এসেছি। ৫৫ পদাতিক ডিভিশনের আয়োজনে দুস্থ ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করে ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করতে পেরে ভালো লাগলো। সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরনের সেবা অব্যাহত থাকবে।

Narail-3.jpg

এসময় কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, সামরিক সচিব মেজর জেনারেল খান ফিরোজ আহমেদ, চিফ কনসালটেন্ট জেনারেল মেজর জেনারেল এ কে এম রেজাউল মজিদ এবং জেনারেল অফিসার কমান্ডিং ও যশোরের এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশীদসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাফিজুল নিলু/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।