গৃহবধূর মরদেহ নিয়ে রাস্তায় স্বজনদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
ভ্যানে গৃহবধূ তানহা মাহমুদার মরদেহ নিয়ে বিক্ষোভ করেন স্বজনরা

মুন্সিগঞ্জ সদর উপজেলায় তানহা মাহমুদা (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী ফেরদৌস হাসান সোহানকে (৩০) আটক করেছে পুলিশ।

এদিকে হত্যার অভিযোগ তুলে বিচার দাবিতে সোমবার (২ জানুয়ারি) বিকেল ৩টার দিকে তানহার মরদেহ নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজনরা। মিছিলটি পৌর শহরের সুপার মার্কেট থেকে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

স্বজনরা জানান, দুই বছর আগে মীরকাদিমের এনায়েত নগরের ফেরদৌস হাসানের সঙ্গে কাগজী পাড়া এলাকার মহিউদ্দিনের মেয়ে তানহার বিয়ে হয়। এনায়েতনগর এলাকায় ভাড়াবাসায় স্বামীর সঙ্গে বসবাস করে আসছিলেন তানহা। তাদের মানহাফ নামে ১২ মাসের একটি ছেলে সন্তান আছে।

সম্প্রতি বিভিন্ন সময় দাম্পত্য কলহের জেরে তানহাকে নির্যাতন করে আসছিলেন সোহান। রোববার রাতে স্বজনরা জানতে পারেন তানহা মারা গেছেন। সদর হাসপাতালে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। নির্যাতন ও শ্বাসরোধে তানহাকে হত্যার অভিযোগ এনে তার স্বামী সোহানের দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন স্বজনরা।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, রোববার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তানহা নামের ওই গৃহবধূকে মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন স্বামী সোহান। এ সময় দায়িত্বরত চিকিৎসক ডা. রুহুল আমিন গৃহবধূকে মৃত ঘোষণা করলে সোহান তানহার পরিবারকে ফোন দিয়ে মৃত্যুর খবর জানান।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী সোহানকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরাফাত রায়হান সাকিব/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।