চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ রেমিট্যান্সযোদ্ধা সাহিদুজ্জামান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:৪৯ পিএম, ০২ জানুয়ারি ২০২৩
সাহিদুজ্জামানের হাতে সম্মাননা তুলে দেন জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক লেহাজ উদ্দীন

চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ রেমিট্যান্সযোদ্ধার সম্মাননা পেয়েছেন সিঙ্গাপুর প্রবাসী সাহিদুজ্জামান টরিক। তিনি সিঙ্গাপুরস্থ বাংলাদেশ বিজনেস অব চেম্বারের (বিডিচ্যাম) প্রেসিডেন্ট ও সাহিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

সোমবার (২ জানুয়ারি) বিকেলে জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক লেহাজ উদ্দীন তার হাতে সম্মাননা তুলে দেন।

লেহাজ উদ্দীন বলেন, আমাদের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের আয়। রেমিট্যান্সযোদ্ধা বিদেশের মাটিতে থেকেও প্রতিনিয়তই দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছেন। সাহিদ সাহেবের মতো রেমিট্যান্সযোদ্ধারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রেখেছেন। ওনারা, দেশের মঙ্গলের জন্য পরিশ্রম করেন।

বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জগলুল পাশা, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের জরিপ কর্মকর্তা মনিরুজ্জামান ও ইকবাল হোসেন।

এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।