টেকনাফে বিদেশি মদ-ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ গ্রেফতার ৩

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা ও ৩৮ বোতল বিদেশি মদসহ তিন তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে ১২টা পর্যন্ত চালানো অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-টেকনাফের ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল গফফারের ছেলে আব্দুল আমিন (২৫), উখিয়ার রুমখাপালং ৭ নম্বর ওয়ার্ডের ছৈয়দ আলমের ছেলে জাহিদুল ইসলাম (২১) ও একই এলাকার মো. সুলতান আহমদের ছেলে আব্দুল হামিদ (২১)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গোপন খবরের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার লামার বাজার ঝর্ণা চত্বর হাজ্বি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে এক রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি ইনচার্জ ও সঙ্গীয় ফোর্স মনিরঘোনা এলাকার সালেহ আহমদের বসতঘরের সামনে ইটের সলিং রাস্তার উপর থেকে ৩৩বোতল বিদেশি মদসহ জাহিদুল ইসলাম ও আব্দুল হামিদ নামে দুই যুবককে গ্রেফতার করে।

তিনি আরও বলেন, ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেফতার তিন জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।

সায়ীদ আলমগীর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।