মাগুরায় ৫০০ পিস মরা মুরগি জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

মাগুরায় ৫০০ পিস মরা মুরগি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৪ জানুয়ারি) সকালে মাগুরা পৌরসভার বড় বাজারে মরা মুরগির মাংস বিক্রির সময় অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

jagonews24

মাগুরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট অভি দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে শহরের বড় বাজারে রফিকুল ইসলামের মুরগির মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচ শতাধিক মরা মুরগি ও কেটে রাখা মাংস জব্দ করা হয়। খবর পেয়ে রফিকুল ইসলাম পালিয়ে যান। পরে দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।