লালমনিরহাট

শীত উপেক্ষা করে কানায় কানায় পূর্ণ ইজতেমা মাঠ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
মুসল্লিদের আগমনে ভরে গেছে ইজতেমা মাঠ

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার প্রাণকেন্দ্র ধরলা নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভোর থেকে ইজতেমা শুরু হলেও হাড় কাঁপানো শীতকে উপেক্ষা করে একদিন আগেই আসতে থাকেন মুসল্লিরা।

বৃহস্পতিবারও ইজতেমা মাঠে আসছেন হাজার হাজার মুসল্লি। এখানে ইন্দোনেশিয়া, ভারতের দিল্লির অতিথিরাও এসেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার থেকেই প্যান্ডেল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বৃহস্পতিবারও মুসল্লিরা আসছেন। রাজধানী ঢাকার কাকরাইল মসজিদের মুরুব্বি মাওলানা আশরাফ আলী তার সাথীদের নিয়ে বয়ান পরিচালনা করবেন। শনিবার বাদ যোহর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

পাটগ্রাম পৌরসভার সাবেক মেয়র শমসের আলী জাগো নিউজকে বলেন, এ জেলা ইজতেমাকে কেন্দ্র করে পাটগ্রামের সর্বস্তরের মানুষ সহযোগিতা করছে। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে তাবলিগের মেহমানরা এসেছেন। তিন দিনব্যাপী ইজতেমা আশা করি সুন্দরভাবে শেষ হবে।

পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জাগো নিউজকে বলেন, তিন দিনব্যাপী ইজতেমায় যেকোনো ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে। মুসল্লিদের নিরাপত্তা দিতে বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের টহল আছে।

রবিউল হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।