হিলিতে কমেছে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০২:০৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

উত্তরের জেলা দিনাজপুরের গত কয়েক দিনের তুলনায় বেড়েছে শীতের প্রকোপ। ভোর থেকে হিমেল বাতাস বইতে শুরু করেছে। এতে করে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন বিপাকে। সকাল থেকে দুপুর পর্যন্ত সড়কে লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরের হিলিতে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং ৯৩ শতাংশ বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা আশাদুজ্জামান।

এদিকে, সকাল ১০টার দিকে হিলি শুন্যরেখা এলাকায় গিয়ে দেখা যায়, কর্মব্যস্ত এলাকায় লোকজনের সংখ্যা একেবারেই কম। ইমিগ্রেশনে কয়েকজন যাত্রী পারাপারের জন্য অপেক্ষা করছেন। অটোরিকশা চালকরা শীতে একেবারে যবুথবু হয়ে গেছেন।

হিলি চারমাথা এলাকায় কথা হয় রিকশাচালক আলিম উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে প্রচুর ঠান্ডা বাতা শুরু হয়েছে। রিকশা নিয়ে বাড়ি থেকে বের কয়েক গজ আসলেই শরীরে কাঁপুনি শুরু হচ্ছে। শীতের কারণে যাত্রীও কমে গেছে। আমাদের সংসার চলা দায় হবে।

বরদ উদ্দিন নামে এক কৃষক বলেন, সকাল থেকে ঘনকুয়াশা। মাঠে কিছু আলু তুলতে হবে। কিন্তু যে পরিমাণ ঠান্ডা এতে হাত কুঁকড়ে যাচ্ছে। আলু সময়মতো তুলতে না পারলে বাজারে দাম কম পাবো। চারিদিকেই সমস্যায় পড়েছি।

মো. মাহাবুর রহমান/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।