‘সামরিক সরকার নয়, বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৮:২০ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, ৭২, ৭৫’র চেয়েও দেশ বেশি খারাপ চলছে। তখন ছিলো লিখিত বাকশাল। সংসদের ভেতরে মাত্র ১১ মিনিটের ব্যবধানে গনতন্ত্রণকে হত্যা করা হয়েছিল। পৃথীবির ইতিহাসে আমরা দেখেছি গনতন্ত্রণকে হত্যা করে সৈনিকেরা, সামরিক সরকারেরা। কিন্তু বাংলাদেশে কোনো সামরিক সরকার গণতন্ত্রণকে হত্যা করেনি, করেছে আওয়ামী লীগ সরকার।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা বিশ্লেষণমূলক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয় মুন্নু সিটিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ড. মঈন খান আরও বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রণকে ভয় পায়। দেশের জনগণকে ভয় পায়। তারা মুখে যেটা বলে কাজে তার উল্টোটা করে। এই সরকারকে পদত্যাগ করে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করে বিএনপি।

তিনি বলেন, বিরোধী দলকে দমন করতে এক লাখ গায়েবি মামলা করেছে যার আসামি করা হয়েছে ৩৫ লাখ নেতা কর্মীকে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করলেও তারা আসলে পলায়নপর রাজনৈতিক দল হিসেবে তখন ভূমিকা রেখেছিল। পাকিস্তানের সময় ২২ পরিবার সম্পদ লুণ্ঠন করেছে আর এখন বাংলাদেশে সম্পদ লুণ্ঠন করছে ২২০ পরিবার। তারা টাকা লুট করে কানাডার বেগম পাড়ায় বিলাসবহুল বাড়ি বানাচ্ছে, সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা জমা করছে।

জেলা বিএনপি আয়োজিত জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, আজাদ হোসেন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, যুগ্ম সম্পাদক সত্যেন কান্ত পন্ডিত ভজন, গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশাজবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বি.এম খোরশেদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।