গোপনে স্কুলছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটকে প্রকাশ করতেন চা দোকানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০৬ জানুয়ারি ২০২৩

চুয়াডাঙ্গায় গোপনে স্কুলছাত্রীদের ভিডিও ধারণ করে টিকটক বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় সতীনাথ কর্মকার (৩০) নামের এক চা দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার গড়াইটুপিতে গ্রামে এ ঘটনা ঘটে। সতীনাথ কর্মকার সদর উপজেলার গড়াইটুপি গ্রামের পালপাড়ার বিমল কর্মকারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, এ ধরনের একটি ভিডিও পুলিশের হাতে এলে প্রকাশদাতাকে খুঁজতে থাকে পুলিশ। পরে তাকে আটক করে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি কাছে নিয়ে গেলে তিনি পাঁচ হাজার টাকা জরিমানা করে মুসলেকা নিয়ে ছেড়ে দেন।

সূত্র জানায়, নিজের দোকানে বসে রাস্তা দিয়ে যাওয়া ও আসার সময় মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের গোপনে ভিডিও ধারণ করে সেটি নিজের টিকটক ও ফেসবুক আইডিতে প্রকাশ করতেন সতীনাথ কর্মকার।

চুয়াডাঙ্গা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি দেন।

আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।