ভারতীয় সীমান্তে ঢুকে পড়া দুই যুবককে ফেরত দিলো বিএসএফ
চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তে ঢুকে পড়া দুই বাংলাদেশি যুবককে ছেড়ে দিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দিনগত রাতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারা হলেন- দর্শনা উপজেলার বড়বলদিয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে মুকুল ও একই এলাকার বুদু মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী সাগর।
বিজিবি সূত্র জানায়, বিকেলে সীমান্তে কাঁটাতারের বেড়া দেখার জন্য যান মুকুল ও সাগর। এসময় ভুলবশত দুজনে শূন্য লাইন অতিক্রম করার সময় বিএসএফ তাদের আটক করে। পরে বিজিবি যোগাযোগ করে তাদের ফেরত আনার ব্যবস্থা করেন।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
হুসাইন মালিক/আরএইচ/জিকেএস